
উপপাদ্য : স্থূলকোণী ত্রিভূজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অংকিত বর্গক্ষেত্র ঐ কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ঐ দুই বাহুর যেকোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। [নবম-দশম শ্রেণির উচ্চতর গণিত উপপাদ্য-৩]
বিশেষ নির্বচন: মনে করি ABC ত্রিভূজের স্থূলকোণ AB স্থূলকোণের বিপরীত বাহু এবং BC ও AC উক্ত কোণের সন্নিহিত বাহু। BC বাহুর বর্ধিতাংশের উপর AD লম্ব। তাহলে BC বাহুর উপর AC বাহুর লম্ব অভিক্ষেপ CD । প্রমাণ করতে হবে যে,
প্রমাণ:
ABD সমকোণী ত্রিভূজের সমকোণ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই,
বা,
বা,
বা,
[যেহেতু ACD সমকোণী ত্রিভূজের
সমকোণ]
(প্রমাণিত)
BC.CD হবে কেন?
. . . ঐ দুই বাহুর যেকোনো একটি (BC) ও তার উপর অপর বাহুর (AC এর) লম্ব অভিক্ষেপের (CD) অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। তাই BC.CD হবে।
আমি একটা জিনিস বুঝলাম না। এখানে cd কেনো লম্ব অভিক্ষেপ হবে? AD হবে না? কারণ bc বাহুর উপর তো ad লম্ব অংকন করা হয়েছে তাই না?
দয়া করে একটু বুঝিয়ে দিলে খুব উপকৃত হতাম।
লম্ব অভিক্ষেপের উপর আমি একটা পোস্ট দিযেছি। পোস্টটা দেখুন।