
৬ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে
১৮ এপ্রিল বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মতি পাওয়ার প্রেক্ষিতে আগামী ৬ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, ঐ দিন সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ফলাফলের অনুলিপি দেয়া হবে। এসময় রেওয়াজ অনুযায়ী শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানগন শিক্ষামন্ত্রীর সাথে থাকবেন । এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল প্রকাশ করা হবে।
এ বছর মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছিল ছাত্র আর ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছিল ছাত্রী।
সারা দেশে মোট ৩ হাজার ৪১২ টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ থেকে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হয় তত্ত্বীয় পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারী থেকে ৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
0 responses on "এসএসসি ও সমমান পরীক্ষা-২০১৮ এর ফলাফল প্রকাশ হবে ৬ মে"