
ঘুড়ি
ঘুড়ি এমন একটি চতুর্ভূজ যার দুই জোড়া সন্নিহিত বাহু সমান। নিচের সবগুলোই ঘুড়ির চিত্র।
![]() |
![]() |
![]() |
চিত্রে, রম্বস ও বর্গকেও ঘুড়ি বলা হয়েছে। কারণ এই চতুর্ভূজ দু’টিরও দুই জোড়া সন্নিহিত বাহু সমান।
রম্বস
রম্বস এমন একটি চতুর্ভূজ যার সকল বাহু সমান। নিচের সবগুলোই রম্বসের চিত্র।
![]() |
![]() |
বর্গ
বর্গ এমন একটি চতুর্ভূজ যার সকল বাহু সমান এবং কোণগুলো সমকোণ। নিচে একটি বর্গের চিত্র দেয়া হল।
![]() |
তাহলে, উপরের আলোচনা থেকে বোঝা গেল যে,
১। বর্গ একটি রম্বস এবং এটি একটি ঘুড়িও বটে।
২। রম্বস সর্বদাই বর্গ হতে পারে না।
৩। ঘুড়ি সর্বদাই রম্বস হতে পারে না।
Thanks