Call us: +8801580784884 | shaheenofficial247@gmail.com

Login

ঘুড়ি, রম্বস ও বর্গের মিল ও অমিল।

ঘুড়ি

ঘুড়ি এমন একটি চতুর্ভূজ যার দুই জোড়া সন্নিহিত বাহু সমান। নিচের সবগুলোই ঘুড়ির চিত্র।

রম্বস

চিত্রে, রম্বস ও বর্গকেও ঘুড়ি বলা হয়েছে। কারণ এই চতুর্ভূজ দু’টিরও দুই জোড়া সন্নিহিত বাহু সমান।

রম্বস

রম্বস এমন একটি চতুর্ভূজ যার সকল বাহু সমান। নিচের সবগুলোই রম্বসের চিত্র।

রম্বস
চিত্রে, দেখা যাচ্ছে যে, বর্গকেও রম্বস বলা হচ্ছে। কারণ বর্গেরও সকল বাহু সমান।

বর্গ

বর্গ এমন একটি চতুর্ভূজ যার সকল বাহু সমান এবং কোণগুলো সমকোণ। নিচে একটি বর্গের চিত্র দেয়া হল।

তাহলে, উপরের আলোচনা থেকে বোঝা গেল যে,

১। বর্গ একটি রম্বস এবং এটি একটি ঘুড়িও বটে।

২। রম্বস সর্বদাই বর্গ হতে পারে না।

৩। ঘুড়ি সর্বদাই রম্বস হতে পারে না।

1 responses on "ঘুড়ি, রম্বস ও বর্গের মিল ও অমিল।"

Leave a Message

Your email address will not be published.

© mathbd.com