
চতুর্ভূজ ও তার প্রকারভেদ।
চতুর্ভূজ কী?
চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভূজ বলা হয়।
চিত্র: চতুর্ভূজ।
চতুর্ভূজের প্রকারভেদ।
বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের চতুর্ভূজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য চতুর্ভূজগুলো হলো-
১। ট্রাপিজিয়াম
চিত্র: ট্রাপিজিয়াম।
২। সামান্তরিক
চিত্র: সামান্তরিক।
৩। রম্বস
চিত্র: রম্বস।
৪। আয়ত
চিত্র: আয়ত
৫। বর্গ
চিত্র: বর্গ
৬। ঘুড়ি
চিত্র: ঘুড়ি
Nice