
জেনে রাখা প্রয়োজন:
১। চতুর্ভূজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ।
২। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান।
৩। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান।
৪। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে। আয়ত, বর্গ, রম্বস-এরা প্রত্যেকেই সামান্তরিক।
৫। আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
৬। বর্গের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
৭। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
৮। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
৯। ট্রাপিয়িামের ক্ষেত্রফল =
(সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল)
সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
১০। রম্বসের ক্ষেত্রফল =
কর্ণদ্বয়ের গুণফল
১১। আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেখানে, a, b, c হলো যথাক্রমে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা।
১২। ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেখানে, a হলো ঘনকের ধার।
১৩। চতুর্ভূজ আঁকার জন্য পাঁচটি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন।
১৪। একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়। কারণ বর্গের চারটি বাহু-ই সমান এবং প্রতিটি কোণ সমকোণ।
0 responses on "চতুর্ভূজ সম্পর্কে যা জানা দরকার"