
জেনে রাখা প্রয়োজন:
১। বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি জ্যা।
২। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা।
৩। ব্যাস বৃত্তকে দুইটি অর্ধবৃত্তে বিভক্ত করে।
৪। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘকে পরিধি বলে।
৫। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যায়ের উপর লম্ব।
৬। যেকোনো সরলরেখা একটি বৃত্তকে কেবলমাত্র দুইটি বিন্দুতে ছেদ করে।
৭। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
৮। বৃত্তের পরিধি যেখানে, r = ব্যাসার্ধ
৯। (প্রায়)
১০। বৃত্তের ক্ষেত্রফল
১১। সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল যেখানে, r = ব্যাসার্ধ, h = উচ্চতা
১২। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল
0 responses on "বৃত্ত-যা জানা দরকার"