• No products in the cart.

মৌলিক ও যৌগিক সংখ্যা । ৬ষ্ঠ শ্রেণি গণিত

মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা

বিষয়বস্তু: সংখ্যা (৬ষ্ঠ শ্রেণি গণিত)


মৌলিক সংখ্যা (Prime Number)

যে সংখ্যার গুণনীয়ক (উৎপাদক) কেবল ১ এবং ঐ সংখ্যাটি তাকে মৌলিক সংখ্যা বলে।

ব্যাখ্যা:

সংখ্যা গুণনীয়কে বিশ্লেষন গুণনীয়ক সমূহ
২ = ১ X ২ ১, ২
৩ = ১ X ৩ ১, ৩
৪ = ১ X ৪
৪ = ২ X ২
১, ২, ৪
১২ ১২ = ১ X ১২
১২ = ২ X ৬
১২ = ৩ X ৪
১, ২, ৩, ৪, ৬, ১২
১৩ ১৩ = ১ X ১৩ ১, ১৩

উপরের উদাহরটিতে দেখা যাচ্ছে যে, ২, ৩ ও ১৩ কে বিশ্লেষন করলে গুণনীয়ক হিসেবে কেবল ১ ও ঐ সংখ্যাটি পাওয়া যায়। আবার ৪ ও ১২ কে বিশ্লেষন করলে ১ ও ঐ সংখ্যাটি ছাড়াও আরো গুণনীয়ক পাওয়া যায়।

সুতরাং সংজ্ঞা অনুযায়ী স্পষ্টতই বুঝা যাচ্ছে যে,

২, ৩ ও ১৩ এখানে মৌলিক সংখ্যা।

যৌগিক সংখ্যা (Composite Number)

যে সংখ্যার গুণনীয়ক ১ ও ঐ সংখ্যাটি ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে তাকে যৌগিক সংখ্যা বলে।

সুতরাং সংজ্ঞা অনুযায়ী, উপরের উদাহরণ থেকে যৌগিক সংখ্যা পাওযা গেল ৪ ও ১২।

কারন:

৪ এর ক্ষেত্রে ১ ও ঐ সংখাটি ছাড়াও এর আরো একটি গুণনীয়ক আছে এবং তা হলো ২।

১২ এর ক্ষেত্রে ১ ও ঐ সংখ্যাটি ছাড়াও আরো চারটি গুণনীয়ক আছে এবং সেগুলো হল ২, ৩, ৪ ও ৬।

সহমৌলিক সংখ্যা কী?

21 responses on "মৌলিক ও যৌগিক সংখ্যা । ৬ষ্ঠ শ্রেণি গণিত"

  1. সুন্দর একটা পোস্ট, আমার খুব ভালো লেগেছে।

  2. I am Very Very like

  3. It is very helpful

  4. আরও একটু details দিলে ভালো হতো।

    • ঠিক আছে এ বিষয়ে আরো ডিটেইল আলোচনা করে আরেকটি পোস্ট দিবো।

  5. This is very helpful us. Thanks for giving.

  6. ধন্যবাদ,
    সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য।

  7. Thanks, sir❤️❤️❤️❤️

  8. post ta good….

  9. Ai subject a aro kichu details diben.thanks

  10. Thank you very much. Its a helpful post.

  11. It is really good. Thanks!!

  12. tnx vai apnake

  13. Israt jahan nishatMarch 9, 2021 at 6:52 pmReply

    Tnq u so much 😍

  14. Excellent…

  15. valo ekta post

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
2024 | MATHBD