
সহমৌলিক সংখ্যা
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
সংখ্যা | গুণনীয়কে বিশ্লেষন | গুণনীয়ক সমূহ |
২ | ২ = ১ X ২ | ১, ২ |
৩ | ৩ = ১ X ৩ | ১, ৩ |
৪ | ৪ = ১ X ৪ ৪ = ২ X ২ |
১, ২, ৪ |
১২ | ১২ = ১ X ১২ ১২ = ২ X ৬ ১২ = ৩ X ৪ |
১, ২, ৩, ৪, ৬, ১২ |
১৩ | ১৩ = ১ X ১৩ | ১, ১৩ |
উপরের সংখ্যাগুলোকে বিবেচনা করলে আমরা বলতে পারি,
২, ৩ সংখ্যা দু’টি পরস্পর সহমৌলিক। কারন ১ ছাড়া এদের আর কোনো সাধারন গুণনীয়ক নেই।
২, ৪ পরস্পর সহমৌলিক নয়। কারণ ১ ছাড়াও এদের আরো একটি সাধারন গুণনীয়ক ২ রয়েছে।
তাহলে, ২, ৩, ১৩ সংখ্যাগুলোও পরস্পর সহমৌলিক বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
thank to help without money
nice
Thanks for the comment
Nice
Thank you for the comment
১ কি সহমৌলিক সংখ্যা হতে পারে ওন্য কোন সংখ্যার সাথে??
হ্যা। অবশ্যই হতে পারে। যেমন ১ ও ২ সহমৌলিক সংখ্যা। কারন এদের সাধারন গুণনীয়ক হলো শুধুমাত্র ১।
উল্লেখ্য, ১ এর গুণনীয়ক শুধুমাত্র একটি এবং তা হলো ১ এবং ২ এর গুণনীয়ক দুইটি যথা ১ ও ২।
তাহলে এই দু’টি সংখ্যার সাধারন গুণনীয়ক হলো শুধুমাত্র ১।
thanks for help
Most welcome
thanks by Shanto, Tanvir, ratul. we are happy to learn that concept.
You are all most welcome. Be happy always.
১ ও ২ কি সহমৌলিক সংখ্যা?
অবশ্যই। ১ ও ২ সহমৌলিক সংখ্যা। কারণ ১ ও ২ এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১।
আমরা জানি, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১ হলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা হয়।
সবচেয়ে ক্ষুদ্রতম ক্রমিক সহমৌলিক সংখ্যা কি ১ ও ২?
হ্যা।
অসংখ্য ধন্যবাদ
This is great 👍. Thanks for this information.
Thank you for explaining this easily
স্যার, ৫,৬ কি সহমৌলিক সংখ্যা? কেন? একটু জানাতেন যদি
৫ এর গুণনীয়ক হলো ১ ও ৫
৬ এর গুণনীয়ক হলো ১, ২, ৩ ও ৬
এখানে দেখা যাচ্ছে, ৫ ও ৬ এর সাধারণ গুণনীয়ক ১ ছাড়া আর কিছু নেই।
সুতরাং ৫ ও ৬ সহমৌলিক।
আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র ১ হয় তাহলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা হয়।
1,23 ও কি পরপস্পর সহমৌলিক
হ্যা, 1 ও 23 সংখ্যা দু’টি সহমৌলিক। কারণ এদের সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 । আমরা জানি, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে ঐ সংংখ্যাগুলো সহমৌলিক।
very nice.thanks for helping withiut money❤️❤️❤️❤️
Thanks
thanks a lot
thank to help without money
অসংখ্য ধন্যবাদ
আপনার কাছে মেথ পরে আমি নিজেকে আইন্সটাইন মনে করছি ধন্যবাদ
লেগে থাকুন। আইনস্টাইন না হলেও ম্যাথতো কিছু শিখা হবে।
-৩ ও২.৯ কি সহমৌলিক হবে
সংখ্যা দুইটি সহমৌলিক নয়। কারণ সহমৌলিক নির্ণয়ের ক্ষেত্রে কোনো ঋণাত্মক সংখ্যা বা কোন ভগ্নাংশ গ্রহনযোগ্য নয়। তবে ৫.০, ৭.০০ ইত্যাদি ধরনের দশমিক ভগ্নাংশ গ্রহনযোগ্য। কারন ৫.০ ও ৭.০০ সংখ্যা দু’টি ৫ বা ৭ এর সমার্থক।
Very helpful
tnx