
অধ্যায়-৩ : বীজগাণিতিক রাশি
প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান-১০ (২+৪+৪)[ঢাকা বোর্ড-২০১৭]
১। হলে,
(ক) x এর মান নির্ণয় কর।
(খ) এর মান নির্ণয় কর।
(গ) প্রমাণ কর যে,
উত্তর: (ক) , (খ) 34
২। হলে,
(ক) এর মান নির্ণয় কর।
(খ) প্রমাণ কর যে,
(গ) এর মান নির্ণয় কর।
উত্তর: (ক) , (গ)
৩। কোনো সংখ্যা ও ঐ সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি
(ক) সংখ্যাটিকে a চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ কর।
(খ) এর মান নির্ণয় কর।
(গ) প্রমাণ কর যে,
উত্তর: (ক) , (খ)
৪। হলে,
(ক) এর মান নির্ণয় কর।
(খ) এর মান নির্ণয় কর।
(গ) প্রমাণ কর যে,
উত্তর: (ক) , (খ) 39202
৫। দু’টি বীজগণিতীয় রাশি।
(ক) প্রথম রাশি হলে, প্রমাণ কর যে,
(খ) প্রথম রাশি , দ্বিতীয় রাশি
হলে,
এর মান নির্ণয় কর।
(গ) প্রথম রাশি হলে, প্রমাণ কর যে,
উত্তর: (খ)
৬। একটি ধনাত্মক সংখ্যার বর্গ ঐ সংখ্যার পাঁচগুণ হতে 1 কম।
(ক) ধনাত্মক সংখ্যাটি হলে, দেখাও যে,
(খ) এর মান নির্ণয় কর।
(গ) প্রমাণ কর যে,
উত্তর: (খ)
৭। এবং
, যেখানে
ধনাত্মক এবং
(ক) এর মান নির্ণয় কর।
(খ) প্রমাণ কর যে,
(গ) ও
এর মান নির্ণয় কর।
উত্তর: (ক) , (গ)
৮। যদি এবং
হয়, তাহলে,
(ক) এর মান নির্ণয় কর।
(খ) দেখাও যে, যখন
(গ) প্রমাণ কর যে,
উত্তর: (ক)
৯।
(ক) উৎপাদকে বিশ্রেষণ কর:
(খ) প্রমাণ কর যে,
(গ) এর মান নির্ণয় কর।
উত্তর: (ক) , (গ)
১০। এবং
(ক) এর মান নির্ণয় কর।
(খ) প্রমাণ কর যে,
(গ) যদি হয়, তবে দেখাও যে,
উত্তর: (ক)
১১। হলে,
(ক) এর মান নির্ণয় কর।
(খ) এর মান নির্ণয় কর।
(গ) এর সত্যতা যাচাই কর।
উত্তর: (ক) , (খ)
১২। হলে,
(ক) এর মান নির্ণয় কর।
(খ) ×
এর মান নির্ণয় কর।
(গ) দেখাও যে,
উত্তর: (ক) , (খ)
১৩। হলে,
(ক) দেখাও যে, এর মান নির্ণয় কর।
(খ) এর মান নির্ণয় কর।
(গ) প্রমাণ কর যে,
উত্তর: (খ)
১৪। এবং
হলে,
(ক) এর মান নির্ণয় কর।
(খ) দেখাও যে,
(গ) এর মান নির্ণয় কর।
উত্তর: (ক) , (গ)
১৫।
(ক) এর মান নির্ণয় কর।
(খ) এর মান নির্ণয় কর।
(গ) প্রমাণ কর যে,
উত্তর: (ক) (খ)
১৬।
(ক) উৎপাদকে বিশ্লেষণ কর:
(খ) এর মান নির্ণয় কর।
(গ) প্রমাণ কর যে, এর মান নির্ণয় কর।
উত্তর: (ক) , (খ)
১৭। হলে,
(ক) এর মান নির্ণয় কর।
(খ) এর মান নির্ণয় কর।
(গ) প্রমাণ কর যে, এর মান নির্ণয় কর।
উত্তর: (ক) , (খ)
১৮। হলে,
(ক) এর মান নির্ণয় কর।
(খ) দেখাও যে,
(গ) এর মান নির্ণয় কর।
উত্তর: (ক) , (খ)
১৯। রাইসা তার বিদ্যালয় হতে প্রাপ্ত বৃত্তি ও উপবৃত্তির মোট 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। বার্ষিক মুনাফার হার 8% । (সূত্র প্রযোজ্য)
(ক) এর উৎপাদকে বিশ্লেষণ কর।
(খ) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
(গ) সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা কত বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
উত্তর: (ক) , (খ) 693.28 টাকা, (গ)
বছর
নবম অধ্যায় সৃজনশীল গুলো দেখা যাচ্ছে না কেন
চেক করে দেখলাম। সব ঠিকই আছে। আপনি যে ডিভাইসে দেখেছেন আসছে না সেটার বদলে অন্যটি দিয়ে দেখেন আসে কিনা। অনেক সময় মোবাইলে সমস্যা হতে পারে।
Very nice
Nice…..
SIR , THANKS ,,, ONK SUNDOR
Thanks for the comment
এরকম আরও পিকচার চাই আপনাকে (ধন্যবাদ)
অধ্যায়ভিত্তিক আরোও অতিরিক্ত সৃজনশীল যোগ প্রয়োজন
ধন্যবাদ স্যার ❤️
Help full
স্যার অনেক ভালো হয়েছে
আপনাকে ধন্যবাদ। এগুলো আমার অনেক উপকারে আসল।
Very Nice
Very Nice
very helpfull…..ththanks 🤗
Thank you
Nice
Thanks
Thank you sir
helpful..we want more