
সেট (Set)
বাস্তব বা চিন্তা জগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। যেমন:
সেটের নাম সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষরে (Capital Letter) লেখা হয়।
সেটের প্রতিটি সদস্যকে সেটের উপাদান (element) বলা হয়। কোনো সেটের উপাদান প্রকাশ করা হয় নিম্নরূপে:
এটাকে পড়তে হবে 3 belongs to A অথবা 3 is element of A অথবা 3 in A
এটাকে পড়তে হবে 4 does not belong to A অথবা 4 is not element of A অথবা 4 not in A
সেট প্রকাশের পদ্ধতি
সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। যথা:
১। তালিকা পদ্ধতি (Tabular Method বা Roster Method)
এই পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। যেমন:
5 থেকে 11 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিম্নরূপ হয়-
২। সেট গঠন পদ্ধতি (Set Builder Method)
এই পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলো নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন:
5 থেকে 11 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিম্নরূপ হয়-
বিজোড় সংখ্যা এবং
কিছু উদাহরণ
উদাহরণ-১
সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ।
এখানে, উপাদানসমূহ 5 এর গুণিতক এবং 20 এর বড় নয়।
এর গুণিতক এবং
উদাহরণ-২
এর গুণনীয়ক
সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ।
এখানে,
এর গুণনীয়কসমূহ
ভাল বুঝান, nice
ধন্যবাদ।
nice,,, onk sundhor hoyce
ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া!