• No products in the cart.

স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। ৮ম শ্রেণি গণিত

স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়

বিষয়বস্তু: প্যাটার্ন (৮ম শ্রেণি গণিত)


সূত্র

উদাহরণ

১। ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয়।

সমাধান:

১ম সংখ্যা = ১

শেষ সংখ্যা = ১০

পদসংখ্যা = ১০

= ৫৫

উত্তর: ৫৫

২। ১ + ৪ + ৭ + ১০ + ১৩ + ১৬ + ১৯ + ২২ + ২৫ + ২৮ + ৩১ = কত?

সমাধান:

১ম সংখ্যা = ১

শেষ সংখ্যা = ৩১

পদসংখ্যা = ১১

= ১৭৬

উত্তর: ১৭৬

৩। (৫ক +২) বীজগণিতীয় রাশি দ্বারা গঠিত সংখ্যা তালিকার প্রথম ১০০টি সংখ্যার যোগফল নির্ণয় কর।

সমাধান:

১ম সংখ্যা = ৫ × ১ + ২ = ৭

শেষ সংখ্যা = ১০০ তম সংখ্যা = ৫ × ১০০ + ২ = ৫০২

পদসংখ্যা = ১০০

= ২৫৪৫০

উত্তর: ২৫৪৫০

৪।  ৬, ১১, ১৬, ২১, . . . . . . . . তালিকার প্রথম ৫০টি সংখ্যার যোগফল নির্ণয় কর।

সমাধান:

প্যাটার্ণটি লক্ষ্য করলে দেখা যায়

১১ – ৬ = ৫

১৬ – ১১ = ৫

২১ – ১৬ = ৫

অর্থাৎ সংখ্যা তালিকার পাশাপাশি দু’টি সংখ্যার পার্থক্য প্রতিক্ষেত্রে ৫

এখন,

১ম সংখ্যা = ৬ = ৫ × ১ + ১

২য় সংখ্যা = ১১ = ৫ × ২ + ১

৩য় সংখ্যা = ১৬ = ৫ × ৩ + ১

৪র্থ সংখ্যা = ২১ = ৫ × ৪ + ১

তাহলে,

ক তম সংখ্যা = (৫ক + ১)

যোগফল নির্ণয়:

১ম সংখ্যা = ৬

শেষ সংখ্যা = ৫০ তম সংখ্যা = ৫ × ৫০ + ১ = ২৫১

পদসংখ্যা = ৫০

= ৬৪২৫

উত্তর: ৬৪২৫

7 responses on "স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। ৮ম শ্রেণি গণিত"

  1. Math is very interesting subject .

  2. মাসুদ রানাJanuary 22, 2019 at 8:24 pmReply

    ম্যাজিক বর্গ সম্পর্কে বিস্তারিত থাকলে ভাল হতো।

  3. অসংখ্য ধন্যবাদ।

  4. প্রথম ৪০ টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?

    • যোগফল = {(১+৪০)x৪০}/২=৮২০
      মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
2024 | MATHBD