
ঘুর্ণিঝড় “বুলবুল” এর প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে সারাদেশে ৯ ও ১১ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। উক্ত পরীক্ষাসমূহের তারিখ পুণঃনির্ধারন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর পরীক্ষা নিয়ন্ত্রকদ্বয়ের স্বাক্ষরিত পৃথক দু’টি পত্র অনুযায়ী পরীক্ষা সমূহের পূণঃনির্ধারিত তারিখ নিম্নরূপ:
জেএসসি পরীক্ষা-২০১৯ এর পূণঃনির্ধারিত সময়সূচি
সারাদেশের ৯টি সাধারন শিক্ষাবোর্ডে নিম্নলিখিত পূণঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী জেএসসির স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
বিষয় ও কোড | পূর্বনির্ধারিত তারিখ ও সময় | পরিবর্তিত তারিখ ও সময় |
গণিত (১০৯) | ০৯/১১/২০১৯ শনিবার সকাল ১০:০০ টা | ১২/১১/২০১৯ মঙ্গলবার সকাল ১০:০০ টা |
বিজ্ঞান (১২৭) | ১১/১১/২০১৯ সোমবার সকাল ১০:০০ টা | ১৩/১১/২০১৯ বুধবার সকাল ১০:০০ টা |
জেডিসি পরীক্ষা-২০১৯ এর পূণঃনির্ধারিত সময়সূচি
নিম্নলিখিত পূণঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী জেডিসির স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
বিষয় ও কোড | পূর্বনির্ধারিত তারিখ ও সময় | পরিবর্তিত তারিখ ও সময় |
গণিত (১০৮) | ০৯/১১/২০১৯ শনিবার সকাল ১০:০০ টা | ১৪/১১/২০১৯ বৃহস্পতিবার সকাল ১০:০০ টা |
ইংরেজি (১০৭) | ১১/১১/২০১৯ সোমবার সকাল ১০:০০ টা | ১৬/১১/২০১৯ শনিবার সকাল ১০:০০ টা |
তথ্য সূত্র:
পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর পত্র
[pdf-embedder url=”http://mathbd.com/wp-content/uploads/2019/11/jsc-exam-rescheduled.pdf” title=”jsc exam rescheduled”]পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর পত্র
[pdf-embedder url=”http://mathbd.com/wp-content/uploads/2019/11/JDC_2019_Examination_Date_Change-.pdf”]
Very Beautyfull