• No products in the cart.

সূত্রাবলি-প্যাটার্ন। ৮ম শ্রেণি গণিত

সূত্রাবলি-প্যাটার্ন

বিষয়বস্তু: প্যাটার্ন (৮ম শ্রেণি গণিত)


স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র

ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র

‘ক’ সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল = ক ^2

ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র

‘ক’ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা = ক(ক ^2+১)/২

ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র:

প্রথম ক সংখ্যক ক্রমিক জোড় সংখ্যার যোগফল = ক(ক+১)
উদাহরণ:
২, ৪ এর যোগফল = ২(২+১) = ২X৩ = ৬
২, ৪, ৬ এর যোগফল = ৩(৩+১) = ৩ X ৪ = ১২ ইত্যাদি।

এখানে, জোড় সংখ্যাগুলো হতে হবে একদম শুরু থেকে। অর্থাৎ ২, ৪, ৬, . . . ইত্যাদি।

আর যদি ক্রমিক জোড় সংখ্যাগুলো শুরু থেকে না হয় তাহলে নিচের সূত্রটি ব্যবহার করা যেতে পারে:
যোগফল = {(১ম সংখ্যা + শেষ সংখ্যা) X পদসংখ্যা }/২
উদাহরণ:
৪, ৬, ৮ সংখ্যাগুলোর যোগফল = {(৪+৮)X৩}/২ = ১৮

June 21, 2023

6 responses on "সূত্রাবলি-প্যাটার্ন। ৮ম শ্রেণি গণিত"

  1. vl lagse sir sei

  2. thanks a lot of dear sir for this post…
    It’s really helpful for me..

  3. স্যার ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র টা কি বলবেন?

    • ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র:
      ক সংখ্যক ক্রমিক জোড় সংখ্যার যোগফল = ক(ক+১)
      উদাহরণ:
      ২, ৪ এর যোগফল = ২(২+১) = ২X৩ = ৬
      ২, ৪, ৬ এর যোগফল = ৩(৩+১) = ৩ X ৪ = ১২ ইত্যাদি।
      তবে জোড় সংখ্যাগুলো হতে হবে একদম শুরু থেকে। আর যদি শুরু থেকে না হয় তাহলে নিচের সূত্রটি ব্যবহার করা যেতে পারে:
      যোগফল = {(১ম সংখ্যা + শেষ সংখ্যা) X পদসংখ্যা }/২
      উদাহরণ:
      ৪, ৬, ৮ সংখ্যাগুলোর যোগফল = {(৪+৮)X৩}/২ = ১৮

  4. Thank you sir
    Xm তাই এই সুত্র টা খুজে পাচ্ছিলাম না।
    অনেক উপকার হলো।😊

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
2024 | MATHBD