• No products in the cart.

অঙ্কপাতন । ৪র্থ শ্রেণি গণিত

অঙ্কপাতন

বিষয়বস্তু: সংখ্যা (৪র্থ শ্রেণি গণিত)


অঙ্কপাতন

দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে ৯ অপেক্ষা বড় সংখ্যা লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়।

যেমন, ৫৬৪৩০ একটি সংখ্যা যা ৫, ৬, ৪, ৩ ও ০ অঙ্কগুলোকে পাশাপাশি বসিয়ে গঠন করা করা হয়েছে। অঙ্কপাতনের পর সংখ্যাটি হয়েছে ‘ছাপ্পান্ন হাজার চারশ ত্রিশ’।

অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতনের মাধ্যমে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৩০৪৫৬ (ত্রিশ হাজার চারশ ছাপ্পান্ন)। উল্লেখ্য ০ (শূন্য) সর্ববামে বসালে সংখ্যাটি পাঁচ অঙ্কবিশিষ্ট থাকে না, চার অঙ্কবিশিষ্ট হয়। তাই ০ (শূন্য)-কে একটি স্বার্থক অঙ্কের ডানে বসানো হয়েছে।

আবার অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠিত হয়। সংখ্যাটি হয় ৬৫৪৩০ (পঁয়ষট্টি হাজার চারশ ত্রিশ)।

উদাহরণগুলো থেকে দেখা যাচ্ছেএকই অঙ্কসমূহ বিভিন্ন অঙ্কপাতনে বিভিন্ন সংখ্যা গঠণ করে।

অঙ্কপাতনে দশমিক সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক ৯ কে যতবার ব্যবহার করে একটি সংখ্যা গঠন করা হয় সংখ্যাটিকে তত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয়। আবার সর্ববামে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা ১ বসিয়ে তার ডানে প্রয়োজনীয় সংখ্যক ক্ষুদ্রতম অঙ্ক ০ (শূন্য) বসিয়ে নির্দিষ্ট অঙ্কবিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা গঠণ করতে হয়।

যেমন, পাঁচ অঙ্কবিশিষ্ট বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯ এবং ক্ষুদ্রতম সংখ্যা ১০০০০।

June 15, 2023

0 responses on "অঙ্কপাতন । ৪র্থ শ্রেণি গণিত"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
2024 | MATHBD