প্র্যাকটিস টেস্ট
কুমিল্লা বোর্ড ২০১৪ গণিত প্রশ্ন (৮ম শ্রেণি গণিত)
প্রশ্নটির উত্তর করে নিজেকে যাচাই করে নাও কেমন শেখা হলো গণিত। ঘড়ি ধরে পরীক্ষা দাও।
প্রতিটি প্রশ্নের মান ১০ (২+৪+৪)
কুমিল্লা বোর্ড-২০১৪
[দ্রষ্টব্য প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও]ক বিভাগ-পাটিগণিত
১. করিম সাহেব ৫ বছরের জন্য ব্যাংকে ১৫,০০০ টাকা জমা রাখলেন। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ১০%।
ক) ১, ৩, ৭, ১৫, . . . . এর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় কর। ২
খ) কত বছরে করিম সাহেবের টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে নির্ণয় কর। ৪
গ) মেয়াদ শেষে তার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের কর। ৪
২. আয়তাকার পানিপূর্ণ একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য ৬ মিটার, প্রস্থ ৫ মিটার এবং গভীরতা ২ মিটার।
ক) ট্যাঙ্কটির তলার পরিসীমা নির্নয় কর। ২
খ) ট্যাংকে কত লিটার পানি আছে বের কর। ৪
গ) ট্যাংকের চার দেওয়ালের মোট ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
খ বিভাগ-বীজগণিত
৩. এবং
তিনটি বীজগণিতীয় রাশি।
ক) ১ম রাশির বর্গ নির্ণয় কর। ২
খ) দ্বিতীয় রাশিকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ কর। ৪
গ) রাশি তিনটির ল.সা.গু নির্ণয় কর। ৪
৪. দুইটি সংখ্যার প্রথমটির তিনগুণের সাথে দ্বিতীয়টি যোগ করলে 13 হয়। আবার প্রথমটির সাথে দ্বিতীয়টির তিনগুণ যোগ করলে 15 হয়।
ক) চলকের মাধ্যমে সমীকরণ দুইটি গঠন কর। ২
খ) প্রাপ্ত সমীকরণদ্বয়কে অপনয়ন পদ্ধতিতে সমাধান কর। ৪
গ) সমীকরণদ্বয়কে লেখচিত্রের মাধ্যমে সমাধান কর। ৪
৫.
ক) U সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। ২
খ) প্রমাণ কর যে, ৪
গ) চিত্র থেকে এর সত্যতা যাচাই কর। ৪
গ বিভাগ-জ্যামিতি
৬.
M, CD-এর মধ্যবিন্দু।
ক) CD কে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন কর। ২
খ) প্রমাণ কর যে, OM রেখাংশ CD জ্যা-এর উপর লম্ব। ৪
গ) দেখাও যে, AB>CD ৪
৭. চতুর্ভূজের
এবং
চতুর্ভূজটির একটি কর্ণ।
ক) প্রদত্ত তথ্য অনুসারে চিত্রটি অঙ্কন কর। ২
খ) প্রমাণ কর যে, সমকোণ। ৪
গ) দেখাও যে, এবং
৪
৮. একটি চতুর্ভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সে.মি, 3 সে.মি এবং 2.8 সে.মি। দুইটি অন্তর্ভূক্ত কোণ 75^0 ও 70^0 ।
ক) প্রথম বাহুর সমান বাহু নিয়ে একটি সমবাহু ত্রিভূজ অঙ্কন কর। ২
খ) অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ চতুর্ভূজটি আঁক। ৪
গ) প্রথম ও দ্বিতীয় বাহুদ্বয়কে সন্নিহিত বাহু ধরে একটি আয়ত আঁক। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] ৪
ঘ বিভাগ-পরিসংখ্যান
৯. নিচে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞানে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হল:
প্রাপ্ত নম্বর | ৩১-৪০ | ৪১-৫০ | ৫১-৬০ | ৬১-৭০ | ৭১-৮০ | ৮১-৯০ | ৯১-১০০ |
ছাত্র সংখ্যা | ৪ | ৯ | ১০ | ১৫ | ৯ | ৮ | ৫ |
ক) প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় কর। ২
খ) সারণি হতে গড় নির্ণয় কর। ৪
গ) উপরের উপাত্ত থেকে আয়তলেখ আঁক। ৪