ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। ৮ম শ্রেণি গণিত

ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়।

বিষয়বস্তু: প্যাটার্ন (৮ম শ্রেণি গণিত)


প্রথম ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়:

সূত্র

উদাহরণ

১। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়।

সমাধান:

দেওয়া আছে,

মোট ক্রমিক বিজোড় সংখ্যা = ১০ টি

আমরা জানি,

সুতরাং ১০ টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল = ১০০

উত্তর: ১০০

২। প্রথম ২৫ টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়।

সমাধান:

দেওয়া আছে,

মোট ক্রমিক বিজোড় সংখ্যা = ২৫ টি

আমরা জানি,

সুতরাং ১০ টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল = ৬২৫

উত্তর: ৬২৫

6 comments

  1. thnqu sir

  2. MD. Akedul Islam

    ধন্যবাদ স্যার,,

  3. thank you..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *