ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়।
বিষয়বস্তু: প্যাটার্ন (৮ম শ্রেণি গণিত)
প্রথম ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়:
সূত্র
উদাহরণ
১। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়।
সমাধান:
দেওয়া আছে,
মোট ক্রমিক বিজোড় সংখ্যা = ১০ টি
আমরা জানি,
সুতরাং ১০ টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল = ১০০
উত্তর: ১০০
২। প্রথম ২৫ টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়।
সমাধান:
দেওয়া আছে,
মোট ক্রমিক বিজোড় সংখ্যা = ২৫ টি
আমরা জানি,
সুতরাং ১০ টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল = ৬২৫
উত্তর: ৬২৫
thnqu sir
most welcome.
ধন্যবাদ স্যার,,
Good
Thank you.
thank you..