চতুর্ভূজ ও প্রকারভেদ
বিষয়বস্তু: জ্যামিতি (৮ম শ্রেণি গণিত)
আলোচ্য বিষয়সমূহ: চতুর্ভূজ, সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস ও ট্রাপিজিয়াম।
চতুর্ভূজ:
- চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হলো চতুর্ভূজ।
- চতুর্ভূজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ।
- চতুর্ভূজ আঁকার জন্য পাঁচটি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন।
- একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়। কারণ বর্গের চারটি বাহু-ই সমান এবং প্রতিটি কোণ সমকোণ।
সামান্তরিক
- চতুর্ভূজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে তা একটি সামান্তরিক।
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান।
- সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
- আয়ত, বর্গ, রম্বস-এরা প্রত্যেকেই সামান্তরিক।
- সামান্তরিকের ক্ষেত্রফল = ভুমি
উচ্চতা
আয়ত
- আয়ত একটি সামান্তরিক। তাই এর বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
- আয়তের কর্ণদ্বয় সমান।
- আয়তের কোণগুলো সমকোণ।
- আয়তের ক্ষেত্রফল = দৈর্ঘ্য
প্রস্থ বর্গ একক।
- আয়তের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) একক।
- আয়তের কর্ণ =
একক। এখানে a = দৈর্ঘ্য, b= প্রস্থ।
বর্গ
- বর্গ একটি সামান্তরিক। তাই এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
- বর্গের সকল বাহু সমান।
- বর্গের সকল কোণ সমকোণ।
- বর্গের কর্ণদ্বয় সমান।
- বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
- বর্গের ক্ষেত্রফল =
বর্গএকক। এখানে, a = বাহুর দৈর্ঘ্য।
- বর্গের পরিসীমা =
একক। এখানে, a = বাহুর দৈর্ঘ্য।
- বর্গের কর্ণ =
একক। এখানে a = বাহুর দৈর্ঘ্য।
রম্বস
- রম্বস একটি সামান্তরিক। তাই এর বিপরীত কোণগুলো সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
- রম্বসের সকল বাহু সমান।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
- রম্বসের ক্ষেত্রফল =
বর্গএকক। এখানে
রম্বসের দু’টি কর্ণ।
ট্রাপিজিয়াম
- ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল।
- ট্রাপিয়িামের ক্ষেত্রফল =
বর্গএকক। এখানে
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এবং
সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব।
ঘুড়ি
যে চতুর্ভূজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে।