• No products in the cart.

ট্রাপিজিয়াম (Trapezium) | ৮ম শ্রেণি গণিত

ট্রাপিজিয়াম

বিষয়বস্তু: জ্যামিতি (৮ম শ্রেণি গণিত)


ট্রাপিজিয়াম

যে চতুর্ভূজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। নিচের সবগুলোই ট্রাপিজিয়ামের চিত্র।

প্রতিটি চিত্রে কমপক্ষে একজোড়া সমান্তরাল বাহু রয়েছে। অর্থাৎ ট্রাপিজিয়াম হতে হলে কমপক্ষে এক জোড়া সমান্তরাল বাহু থাকতেই হবে, আবার দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলেও তার ট্রাপিজিয়াম হতে কোনো সমস্যা নেই। এ কারনেই, সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বসকেও ট্রাপিজিয়াম বলা যায়।

0 responses on "ট্রাপিজিয়াম (Trapezium) | ৮ম শ্রেণি গণিত"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
2024 | MATHBD