প্র্যাকটিস টেস্ট
ঢাকা বোর্ড ২০১৪ গণিত প্রশ্ন (৮ম শ্রেণি গণিত)
অনুশীলনের জন্য নির্বাচিত।
ঘড়ি ধরে প্রশ্নটির উপর সেল্ফ টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নাও কেমন শেখা হলো গণিত।
ঢাকা বোর্ড-২০১৪
[দ্রষ্টব্য প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও]ক বিভাগ-পাটিগণিত
১. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাগানের ভেতর চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। ২৫ সে.মি দৈর্ঘ্য এবং ১২.৫ সে.মি প্রস্থ বিশিষ্ট ইট দিয়ে রাস্তাটি পাকা করা হলো।
ক) বাগানের ক্ষেত্রফল নির্ণয় কর। ২
খ) রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
গ) রাস্তাটি পাকাকরণে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় কর। ৪
২. বাবুল হোসেন ৮% ক্ষতিতে একটি ছাগল বিক্রয় করলেন। কিন্তু ছাগলটি ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার ৮% লাভ হতো। পরবর্তীতৈ তিনি ছাগলটির ক্রয়মূল্যের সম পরিমান টাকা বার্ষিক ১০% মুনাফায় ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন।
ক) ৮% সরল মুনাফায় ৮০০ টাকার ৩ বছরের মুনাফা নির্ণয় কর। ২
খ) ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় কর। ৪
গ) উক্ত টাকা ব্যাংকে জমা রাখলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? ৪
খ বিভাগ-বীজগণিত
৩. স্বাভাবিক সংখ্যা এবং
স্বাভাবিক সংখ্যা এবং
এবং
ক) নির্ণয় কর। ২
খ) নির্ণয় কর। ৪
গ) প্রমাণ কর যে, ৪
৪. দু’টি সমীকরণ।
ক) বিন্দুটি প্রথম সমীকরণকে সিদ্ধ করে কি-না যাচাই কর। ২
খ) অপনয়ন পদ্ধতিতে সমীকরণদ্বয়ের সমাধান কর। ৪
গ) লেখচিত্র থেকে সমীকরণদ্বয়ের সমাধান নির্ণয় কর। ৪
৫. একটি বীজগাণিতিক সমীকরণ যেখানে
ক) এর মান নির্ণয় কর। ২
খ) এর মান নির্ণয় কর। ৪
গ) প্রমাণ কর যে, ≠
৪
গ বিভাগ-জ্যামিতি
৬. ABCD একটি আয়তক্ষেত্র যার AB=3 সে.মি.। উহার AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে।
ক) উদ্দীপকের তথ্যগুলো চিত্রের সাহায্যে প্রকাশ কর। ২
খ) প্রমান কর যে, AC=BD এবং AO=CO, BO=DO ৪
গ) AB কে একটি বাহুর দৈর্ঘ্য এবং AC=5 সে.মি একটি কর্ণের দৈর্ঘ্য ধরে একটি রম্বস অংকন কর। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
৭.
চিত্রে একটি সমকোণী ত্রিভূজ।
অতিভূজ
সে.মি।
ক) এর পরিমাপ নির্ণয় কর। ২
খ) জ্যামিতিক উপায়ে প্রমাণ কর যে, ৪
গ) অতিভূজ এর সমান বাহুবিশিষ্ট একটি বর্গ অঙ্কন কর। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] ৪
৮.
চিত্রে সমকেন্দ্রিক ও
বৃত্তদ্বয়ের
ও
দুইটি ব্যাস যাদের দৈর্ঘ্য যথাক্রমে
সে.মি ও
সে.মি।
ক) সে.মি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় কর। ২
খ) প্রমাণ কর, বৃত্তের
-ই বৃহত্তম জ্যা। ৪
গ) উদ্দীপকের বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
ঘ বিভাগ-তথ্য ও উপাত্ত
৯. বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের ৫ জন খেলোয়াড়ের রানের পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
নাম | তামিম | মুশফিক | নাসির | গাজী | মর্তূজা | অতিরিক্ত | মোট |
সংগৃহীত রান | ৬৬ | ৫০ | ৩৬ | ৪৮ | ৩০ | ১০ | ২৪০ |
ক) খেলোয়াড়দের গড় রান কত? ২
খ) এই সারণি থেকে একটি পাইচিত্র আঁক। ৪
গ) এই সারণি থেকে একটি আয়তলেখ আঁক। ৪