প্রমাণ-সমবাহু ত্রিভূজের বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ যোগ করলে যে ত্রিভূজ উৎপন্ন হয় তা সমবাহু।
বিষয়বস্তু: জ্যামিতি (৯ম-১০ম গণিত)
এই বিষয়টি প্রমাণ করার জন্য যে সকল পূর্বজ্ঞান থাকা প্রয়োজন:
- সমবাহু ত্রিভূজের সকল বাহু সমান।
- ত্রিভূজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক।
প্রমাণ কর যে,
সমবাহু ত্রিভূজের বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ যোগ করলে যে ত্রিভূজ উৎপন্ন হয় তা সমবাহু হবে।
সমাধান
বিশেষ নির্বচন:
মনে করি একটি সমবাহু ত্রিভূজ।
যথাক্রমে
এর মধ্যবিন্দু।
এবং
যোগ করা হলে
গঠিত হয়। প্রমাণ করতে হবে যে,
সমবাহু।
প্রমাণ:
এর
ও
বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা
.
[ত্রিভূজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক]
অনুরূপভাবে
এখন
[যেহেতু
সমবাহু ]
বা,
বা,
সমবাহু।