
বীজগাণিতিক রাশি (Algebraic Expressions) কী?
প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাস হল বীজগাণিতিক রাশি। যেমন:
একটি বীজগাণিতিক রাশি।
চলক (Variable)
বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলো চলক (Variable), এদের মান নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে।
ধ্রুবক (Constant)
বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক (Constant), এদের মান নির্দিষ্ট।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম
যা গনিতে খুবই গুরুত্বপূর্ণ।