সাজেশন
মুনাফা বোর্ড প্রশ্ন ২০১৪ (বিভিন্ন বোর্ড)
বিষয়বস্তু: মুনাফা (৮ম শ্রেণি গণিত)
অনুশীলনের জন্য নির্বাচিত প্রশ্নাবলি
ঢাকা বোর্ড-২০১৪
বাবুল হোসেন ৮% ক্ষতিতে একটি ছাগল বিক্রয় করলেন। কিন্তু ছাগলটি ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার ৮% লাভ হতো। পরবর্তীতৈ তিনি ছাগলটির ক্রয়মূল্যের সম পরিমান টাকা বার্ষিক ১০% মুনাফায় ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন।
ক) ৮% সরল মুনাফায় ৮০০ টাকার ৩ বছরের মুনাফা নির্ণয় কর। ২
খ) ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় কর। ৪
গ) উক্ত টাকা ব্যাংকে জমা রাখলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? ৪
রাজশাহী বোর্ড-২০১৪
অমল বাবু বার্ষিক ১২% মুনাফায় ৮,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন।
ক) ১২% কে সাধারন ভগ্নাংশে প্রকাশ কর। ২
খ) সরল মুনাফা ও মুনাফা-আসল নির্ণয় কর। ৪
গ) চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। ৪
যশোর বোর্ড-২০১৪
কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে ৫৪০০ টাকা এবং মুনাফা আসলের অংশ।
ক) প্রতীকের পরিচয়সহ চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লেখ। ২
খ) মুনাফার হার নির্ণয় কর। ৪
গ) উক্ত মুনাফা-আসলকে মূলধন ধরে ৯% হারে ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা নির্ণয় কর। ৪
কুমিল্লা বোর্ড-২০১৪
করিম সাহেব ৫ বছরের জন্য ব্যাংকে ১৫,০০০ টাকা জমা রাখলেন। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ১০%।
ক) ১, ৩, ৭, ১৫, . . . . এর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় কর। ২
খ) কত বছরে করিম সাহেবের টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে নির্ণয় কর। ৪
গ) মেয়াদ শেষে তার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের কর। ৪
চট্টগ্রাম বোর্ড-২০১৪
মি. নিজাম ১০% মুনাফায় ৫,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন।
ক) চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধিমূল C হলে, C নির্ণয়ের সূত্রটি লিখ। ২
খ) ৩ বছরে মি. নিজামের মুনাফা কত হবে? ৪
গ) ৫ বছর পরে তার চক্রবৃদ্ধি হারে সবৃদ্ধি মূল কত হবে? ৪
বরিশাল বোর্ড-২০১৪
কোনো মূলধন একই হার মুনাফায় এক বছরান্তে ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে ৬৫০ টাকা ও ৬৭৬ টাকা।
ক) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র লিখ। ২
খ) মূলধন নির্ণয় কর। ৪
গ) ১ম ও ২য় বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে একটি ঘড়ির ক্রয় ও বিক্রয়মূল্য হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ৪
সিলেট বোর্ড-২০১৪
এক ব্যক্তি বার্ষিক ১০% হার মুনাফায় ৬০০০ টাকা সোনালী ব্যাংকে রাখলেন। আবার তিনি ৪০০০ টাকা জনতা ব্যাংকে রাখায় ৫ বছর পর মুনাফা-আসল ৬০০০ টাকা পেলেন।
ক) ৪ বছর পর সোনালী ব্যাংকে সরল মুনাফা কত হবে? ২
খ) জনতা ব্যাংকে বার্ষিক মুনাফার হার কত ছিল? ৪
গ) জনতা ব্যাংকে গচ্ছিত টাকার ৩ বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? ৪
দিনাজপুর বোর্ড-২০১৪
রিয়াজ সাহেব বার্ষিক ১২.৫০% মুনাফায় ৩ বছরে ১২০০ টাকা জিপি ফান্ডে জমা করেন।
ক) সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা কর। ২
খ) সরল মুনাফা-আসল নির্ণয় কর। ৪
গ) চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর। ৪