সাজেশন
পরিমাপ-বোর্ড প্রশ্ন (বিভিন্ন বোর্ড)
বিষয়বস্তু: পরিমাপ (৮ম শ্রেণি গণিত)
অনুশীলনের জন্য নির্বাচিত প্রশ্নাবলি
ঢাকা বোর্ড-২০১৪
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাগানের ভেতর চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। ২৫ সে.মি দৈর্ঘ্য এবং ১২.৫ সে.মি প্রস্থ বিশিষ্ট ইট দিয়ে রাস্তাটি পাকা করা হলো।
ক) বাগানের ক্ষেত্রফল নির্ণয় কর। ২
খ) রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
গ) রাস্তাটি পাকাকরণে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় কর। ৪
রাজশাহী বোর্ড-২০১৪
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ১০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৪৭০ টাকা ব্যয় হয়। ঘরটির উচ্চতা ৪ মিটার।
ক) ঘরটির মেঝের ক্ষেত্রফল চলকের মাধ্যমে প্রকাশ কর। ২
খ) ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। ৪
গ) বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী হলে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? ৪
যশোর বোর্ড-২০১৪
ক) -১, ১, ০, ১, ১, ২, ৩, . . . . . . প্যাটার্ণটির পরবর্তী সংখ্যাটি কত? ২
খ) পুকুরের পরিসীমা নির্ণয় কর। ৪
গ) পুকুর পাড়ে প্রতি ৪ বর্গমিটারে ১৫০ টাকা মূল্যের একটি করে গাছ লাগালে কত টাকা খরচ হবে? নির্ণয় কর। ৪
কুমিল্লা বোর্ড-২০১৪
আয়তাকার পানিপূর্ণ একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য ৬ মিটার, প্রস্থ ৫ মিটার এবং গভীরতা ২ মিটার।
ক) ট্যাঙ্কটির তলার পরিসীমা নির্নয় কর। ২
খ) ট্যাংকে কত লিটার পানি আছে বের কর। ৪
গ) ট্যাংকের চার দেওয়ালের মোট ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
চট্টগ্রাম বোর্ড-২০১৪
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। এর ক্ষেত্রফল ৪৩২ বর্গমি.। বাগানের চারদিকে ২ মি. প্রশস্ত একটি পথ আছে।
ক) বাগানটির প্রস্থ x মিটার হলে, ক্ষেত্রফল কত? ২
খ) বাগানের পরিসীমা নির্নয় কর। ৪
গ) পথের ক্ষেত্রফল নির্ণয় করে প্রতি বর্গমিটারে ১০ টাকা হিসাবে পথ বাধাতে কত খরচ হবে? ৪
সিলেট বোর্ড-২০১৪
একটি ঘরের দৈর্ঘ্য তার প্রস্থের দেড়গুণ এবং ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। প্রতিটি ২৫ সে.মি বর্গাকার পাথর দিয়ে ঘরটির মেঝে মোড়াতে হবে এবং প্রতিটি পাথরের মূল্য ১২.৬০ টাকা।
ক) যদি প্রস্থ ‘ক’ মিটার হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সমীরকরণটি গঠন কর। ২
খ) উক্ত ঘরের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বক? ৪
গ) ঘরটির মেঝে মোড়াতে কত টাকা লাগবে? ৪
দিনাজপুর বোর্ড-২০১৪
১ কি.মি. দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থবিশিষ্ট একটি রানওয়ে তৈরির জন্য প্রথমে ০.৩ মিটার গভীর করে মাটি খনন করা হল। প্রতি ঘন সেন্টিমিটার মিশ্রণে মজুরি খরচ ০.২৫ টাকা।
ক) রানওয়ের দৈর্ঘ্য সেন্টিমিটার এককে নির্ণয় কর। ২
খ) মাটি খননকৃত অংশের আয়তন নির্ণয় কর। ৪
গ) মজুরি খরচ নির্ণয় কর। ৪