বড় সংখ্যা গণনা | ৪র্থ শ্রেণি গণিত

বড় সংখ্যা গণনা

বিষয়বস্তু: বড় সংখ্যা ও স্থানীয় মান (৪র্থ শ্রেণি গণিত)


এখানে আমরা জানবো বড় সংখ্যা গণনা করার কৌশল সম্পর্কে। বাস্তব জীবনে বিভিন্ন সময়ে আমাদেরকে বড় বড় সংখ্যার মুখোমুখী হতে হয়। তাই বড় সংখ্যা গণনা সম্পর্কে জ্ঞান থাকা অতি জরুরী। বড় সংখ্যা গণনা করা খুব কঠিন কিছু নয়। সংখ্যার স্বকীয় ও স্থানীয় মান সম্পর্কে জানা থাকলে বড় সংখ্যা গণনা করা অতি সহজ একটি বিষয়। এখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হল।

১.১ । ২৩৪২৫ সংখ্যাটি কীভাবে গণনা করবে?

—————————————————————————————————

১.১ । ২৩৪২৫ সংখ্যাটি কীভাবে গণনা করবে ?

২৩৪২৫ = তেইশ হাজার চারশত পঁচিশ

যেভাবে নির্ণয় করবেঃ

(১) প্রথমে তুমি একক থেকে কোটি পর্যন্ত স্থানীয় মানের জন্য ৮টি বিন্দু বসাও।

(২) একক থেকে শুরু করে অংকগুলো বসিয়ে যাও।

(৩) অযুতের ঘরে ২ ও হাজারের ঘরে ৩ বসায় একসাথে তেইশ হাজার পড়তে হবে। মনে রাখবে ১ অযুত মানে ১০ হাজার।

(৪) শতকের ঘরে ৪ বসায় চারশত পড়তে হবে।

(৫) দশকের ঘরে ২ ও এককের ঘরে ৫ বসায় একসাথে পঁচিশ পড়তে হবে।

১.২.১ । ১৩৭১০৯ সংখ্যাটি কীভাবে গণনা করবে?

১.২.২ । ২৪৬৩৭৫১ সংখ্যাটি কীভাবে গণনা করবে?

১.২.৩ । ১৯৫৮৪৯৭২ সংখ্যাটি কীভাবে গণনা করবে?

—————————————————————————————————

১.২.১ । ১৩৭১০৯ সংখ্যাটি কীভাবে গণনা করবে?

১৩৭১০৯ = এক লক্ষ সাঁইত্রিশ হাজার একশত নয়

যেভাবে নির্ণয় করবেঃ

(১)প্রথমে তুমি একক থেকে কোটি পর্যন্ত স্থানীয় মানের জন্য ৮টি বিন্দু বসাও।

(২) একক থেকে শুরু করে অংকগুলো বসিয়ে যাও।

(৩) নিযুতের ঘরে কিছু না বসায় ও লক্ষ’র ঘরে ১ বসায় এক লক্ষ পড়তে হবে।

(৪) অযুতের ঘরে ৩ ও হাজারের ঘরে ৭ বসায় একসাথে সাঁইত্রিশ হাজার পড়তে হবে। মনে রাখবে ১ অযুত মানে ১০ হাজার।

(৫) শতকের ঘরে ১ বসায় একশত পড়তে হবে।

(৬) দশকের ঘরে ০ ও এককের ঘরে ৯ বসায় নয় পড়তে হবে।

১.২.২ । ২৪৬৩৭৫১ সংখ্যাটি কীভাবে গণনা করবে?

২৪৬৩৭৫১ = চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন

যেভাবে নির্ণয় করবেঃ

(১)প্রথমে তুমি একক থেকে কোটি পর্যন্ত স্থানীয় মানের জন্য ৮টি বিন্দু বসাও।

(২) একক থেকে শুরু করে অংকগুলো বসিয়ে যাও।

(৩) নিযুতের ঘরে ২ ও লক্ষ’র ঘরে ৪ বসায় একসাথে চব্বিশ লক্ষ পড়তে হবে। মনে রাখবে ১ নিযুত অর্থ ১০ লক্ষ।

(৪) অযুতের ঘরে ৬ ও হাজারের ঘরে ৩ বসায় একসাথে তেষট্টি হাজার পড়তে হবে। মনে রাখবে ১ অযুত অর্থ ১০ হাজার।

(৫) শতকের ঘরে ৭ বসায় সাতশত পড়তে হবে।

(৬) দশকের ঘরে ৫ ও এককের ঘরে ১ বসায় একসাথে একান্ন পড়তে হবে।

১.২.৩ । ১৯৫৮৪৯৭২ সংখ্যাটি কীভাবে গণনা করবে?

১৯৫৮৪৯৭২ = এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয়শত বাহাত্তর

যেভাবে নির্ণয় করবেঃ

(১)প্রথমে তুমি একক থেকে কোটি পর্যন্ত স্থানীয় মানের জন্য ৮টি বিন্দু বসাও।

(২) একক থেকে শুরু করে অংকগুলো বসিয়ে যাও।

(৩) কোটির ঘরে ১ বসায় এক কোটি পড়তে হবে।

(৪) নিযুতের ঘরে ৯ ও লক্ষ’র ঘরে ৫ বসায় একসাথে পঁচানব্বই লক্ষ পড়তে হবে। মনে রাখবে, ১ নিযুত অর্থ ১০ লক্ষ।

(৫) অযুতের ঘরে ৮ ও হাজারের ঘরে ৪ বসায় একসাথে চুরাশি হাজার পড়তে হবে। মনে রাখবে, ১ অযুত অর্থ ১০ হাজার।

(৬) শতকের ঘরে ৯ বসায় নয়শত পড়তে হবে।

(৭) দশকের ঘরে ৭ ও এককের ঘরে ২ বসায় একসাথে বাহাত্তর পড়তে হবে।

15 comments

  1. ধন্যবাদ এত সুন্দর করে বুজিয়ে দেওয়ার জন্য

  2. অনেক ভাল লাগলো

  3. ধন্যাবাদ স্যার

  4. অনেক ভাল লাগল।

  5. ১০২৩০২০৩৯৮৭৫৪৭৩২১ সংখ্যাটি কথায় কি হবে?

    • Samsuddin Shaheen

      ১০২,৩০,২০,৩৯৮,৭৫,৪৭,৩২১
      একশ দুই কোটি ত্রিশ লক্ষ বিশ হাজার তিনশ আটানব্বই কোটি পচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশ একুশ।

  6. অলিউল্লাহ

    সত্যিই অনেক ভালো লাগলোলাগলো
    ধন্যবাদ আপনাকে

  7. অসাধারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *