ভূ-রেখা, উর্ধ্বরেখা (উলম্ব রেখা) ও উলম্বতল পরিচিতি
বিষয়বস্তু: ত্রিকোণমিতি-দূরত্ব ও উচ্চতা (৯ম-১০ম গণিত)
আলোচ্য বিষয়সমূহ: ভূ-রেখা, উর্ধ্বরেখা ও উলম্বতল।
ভূ-রেখা:
ভূমি তলে অবস্থিত যেকোনো সরলরেখাকে ভূ-রেখা বলে।
উর্ধ্বরেখা বা উলম্ব রেখা:
ভূমি তলের উপর লম্ব যেকোনো সরলরেখাকে উর্ধ্বরেখা বা উলম্ব রেখা বলে।
উলম্বতল:
ভূমি তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ভূ-রেখা ও উলম্বরেখা যে তল নির্দিষ্ট করে তাকে উলম্বতল বলে।
চিত্রে, রেখা হচ্ছে ভূ-রেখা,
উর্ধ্বরেখা (উলম্ব রেখা) এবং
তলটি ভূমির উপর উলম্বতল।