finite-infinite-and-empty-set-math-class-8-mathbd

সসীম সেট, অসীম সেট ও ফাঁকা সেট। ৮ম শ্রেণি গণিত

সসীম সেট, অসীম সেট ও ফাঁকা সেট

বিষয়বস্তু: সেট (৮ম শ্রেণি গণিত)


সসীম সেট (Finite Set)

যে সেটের উপাদান সংখ্যা গণনা (Count) করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে।

সসীম সেটের উদাহরণ:

A = \{4, 6, 8, 10, 12, 14\}

B = \{3, 6, 9, . . . . . . . ., 66\}

C = \{a, b, c\}

D = \{x: x জোড় স্বাভাবিক সংখ্যা এবং 2<x<16\}

অসীম সেট (Infinite Set)

যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।

অসীম সেটের উদাহরণ:

N = \{1, 2,3, . . . . . . . .\}

Z = \{. . . . . . . . - 3, -2, -1, 0, 1, 2, 3, 4, . . . . . . . .\}

N = \{x: x স্বাভাবিক সংখ্যা \}

A = \{x: x স্বাভাবিক বিজোড় সংখ্যা \}

উল্লেখ্য, স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণসংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট ইত্যাদি অসীম সেট।

ফাঁকা সেট (Empty Set)

যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে \emptyset  দ্বারা প্রকাশ করা হয়।

ফাঁকা সেটের উদাহরণ:

\{x \in N : 18<x<19 \}

\{x: x স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং 11<x<13 \}

10 comments

  1. আমার অনেক ভালো লাগছে এগুলো পেয়েশ

  2. আমার খুব ভালো লাগছে। স্যার সবগুলো শ্রেণির টিউটোরিয়াল থাকলে ভালো হতো।

  3. Sir i have a question?
    ফাঁকা সেট কি কোনো পূর্ণসংখ্যা?

    • Samsuddin Shaheen

      ফাঁকা সেট কোনো সংখ্যা নয়। এটি একটি সেট যার কোনো উপাদান নেই। অর্থাৎ উপাদান সংখ্যা 0 । যদি বলা হয় ফাঁকা সেটের উপাদান সংখ্যা কী একটি পূর্ণসংখ্যা? তাহলে বলা যেতে পারে, হ্যা ফাঁকা সেটের উপাদান সংখ্যা একটি পূর্ণসংখ্যা। কারন আমরা জানি সকল ধনাত্মক ও ঋনাত্মক অখন্ড সংখ্যা ও শূন্য (০) পূর্ণসংখ্যার অন্তর্ভূক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *