সাজেশন
অনুশীলনের জন্য নির্বাচিত প্রশ্নাবলি-বীজগণিতীয় ভগ্নাংশ
বিষয়বস্তু: বীজগণিতীয় রাশি (৮ম শ্রেণি গণিত)
প্রতিটি প্রশ্নের মান: ২ + ৪ + ৪ = ১০
১। তিনটি বীজগণিতীয় রাশি।
(ক) ১ম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর।
(খ) দেখাও যে, রাশি তিনটির গুণফল
(গ) ১ম রাশিকে দ্বারা ভাগ করে ভাগফলের সাথে
যোগ কর।
২। এবং
চারটি বীজগণিতীয় রাশি।
(ক) A কে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর।
(খ) প্রমাণ কর যে,
(গ) সরল কর:
৩। তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ।
(ক) ১ম ভগ্নাংশের লবকে উৎপাদকে বিশ্লেষন কর।
(খ) সরল কর: ১ম ভগ্নাংশ ২য় ভগ্নাংশ
৩য় ভগ্নাংশ
(গ) সরল কর:
৪। তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ।
(ক) ১ম ভগ্নাংশ থেকে ২য় ভগ্নাংশ বিয়োগ কর।
(খ) ১ম ও ২য় ভগ্নাংশের গুণফলকে ৩য় ভগ্নাংশ দ্বারা ভাগ কর।
(গ) ভগ্নাংশ তিনটিকে সাধারন হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।
৫। এবং
চারটি বীজগাণিতিক রাশি।
(ক) ১ম ও ২য় রাশিকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) দেখাও যে, ৩য় রাশি ২য় রাশি
১ম রাশি
(গ) ২য় রাশি ৩য় রাশি
৪র্থ রাশি এর সরলফল নির্ণয় কর।
৬। তিনটি বীজগণিতীয় রাশি।
(ক) থেকে
এর বিয়োগফল নির্ণয় কর।
(খ) কে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর।
(গ) কে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।
৭। তিনটি বীজগণিতীয় রাশি।
(ক) কে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর।
(খ) সরল কর:
(গ) কে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।
ধন্যবাদ আপনাকে এই সাজেশন পাঠানো র জন্য। পরীক্ষায় কমন আসবে এমন কিছু যদি সা জেশন দেওয়া হয়।
যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিকমতো করলেই অধ্যায়ের উপর একটা ভাল দক্ষতা তৈরি হবে।
ধন্যবাদ,আসা করি কাজে আসবে?
সৃজনশীল