সামান্তরিক ও এর বৈশিষ্ট্য
বিষয়বস্তু: জ্যামিতি (৮ম শ্রেণি গণিত)
সামান্তরিক
যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। উল্লেখ্য যে, চতুর্ভূজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে বিপরীত বাহুগুলো সমানও হয়ে যায়। তাই আমরা বলে থাকি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
সামান্তরিক সম্পর্কে আরো বলা যায় যে, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখন্ডিত করে ।
তাহলে বৈশিষ্টগুলো কী দাড়াল:
১। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল।
২। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান।
৩। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান।
৪। সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
নিচের সবগুলোই সামান্তরিকের চিত্র।
চিত্রে দেখা যাচ্ছে, আয়ত, বর্গ, রম্বস-এরাও সামান্তরিক। কারণ এদের সকলেরই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।