সূত্রাবলি-আয়ত, বর্গ, ত্রিভূজ, আয়তাকার ঘনবস্তু ও ঘনক পরিমাপ এবং পরিমাপের একক
বিষয়বস্তু: পরিমাপ (৮ম শ্রেণি গণিত)
সূত্রাবলি
আয়তাকার ক্ষেত্র সম্পর্কিত
১। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ( দৈর্ঘ্য প্রস্থ ) বর্গএকক
২। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ ) একক
বর্গাকার ক্ষেত্র সম্পর্কিত
৩। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু বর্গএকক
৪। বর্গাকার ক্ষেত্রের পরিসীমা = ( ৪ বাহু ) একক
ত্রিভূজাকার ক্ষেত্র সম্পর্কিত
৫। ত্রিভূজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (ভূমি
উচ্চতা) বর্গএকক
৬। ত্রিভূজাকার ক্ষেত্রের পরিসীমা = তিন বাহুর যোগফল।
আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত
৭। আয়তাকার ঘনবস্তুর আয়তন = ঘনএকক।
হলো এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা।
৮। আয়তাকার ঘনবস্তুর সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল = বর্গএকক। a, b, c হলো এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা।
ঘনক সম্পর্কিত
৯। ঘনকের আয়তন = ঘনএকক। a হলো ঘনকের ধার।
১০। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = বর্গএকক। a হলো ঘনকের ধার।
পরিমাপের কিছু অতি প্রয়োজনীয় একক
১) ১ ঘনসেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন = ১ গ্রাম। [৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়]
২) ১ লিটার বিশুদ্ধ পানির ওজন = ১ কিলোগ্রাম।
৩) ঘনবস্তুর ঘনফলকে আয়তন বলে।
৪) ১ ফার্লং = ২২০ গজ
৫) ১ মাইল = ১৭৬০ গজ = ৮ ফার্লং = ১.৬১ কি.মি (প্রায়)
৬) ১ নটিকেল মাইল = ৬০৮০ ফুট
৭) ১ ইঞ্চি = ২.৫৪ সে.মি (প্রায়)
৮) ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
৯) ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম
১০) ১ মিটার = ১০০ সে.মি
১১) ১ বর্গমিটার = ১০০ ১০০ বর্গসে.মি = ১০০০০ বর্গসে.মি
১২) ১ ঘনমিটার = ১০০ ১০০
১০০ ঘনসে.মি = ১০০০০০০ ঘনসে.মি
১৩) ১ এয়র (বর্গডেকামিটার) = ১০০ বর্গমিটার
১৪) ১ একর = ৪৮৪০ বর্গগজ = ১০০ শতক = ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)
১৫) ১ হেক্টর (বর্গহেক্টোমিটার) = ১০০ এয়র = ২.৪৭ একর (প্রায়)
১৬) ১ ছটাক = ২০ গন্ডা
১৭) ১ কাঠা = ১৬ ছটাক = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১৮) ১ বিঘা = ২০ কাঠা = ১৬০০ বর্গগজ
১৯) ১ বর্গগজ = ০.৮৪ বর্গমিটার (প্রায়) = ৪ গন্ডা = ৯ বর্গফুট
২০) ১ বর্গমাইল = ৬৪০ একর
২১) ১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়)
২২) ১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট (প্রায়)
২৩) ১ ঘনমিটার = ১ স্টেয়র
২৪) ১ লিটার = ১০০০ ঘনসে.মি
This is very important to mathematics
Thanks. For giving me the formula of pori man
Thankyou very much
You are most welcome
many many thanks
Thanks for comment.
Very important mathematics
Tnk you for the important msg about math