• No products in the cart.

প্র্যকটিস টেস্ট-বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ বহুনির্বাচনি। ৮ম শ্রেণি গণিত

প্র্যাকটিস টেস্ট

বিষয়বস্তু-বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ (৮ম শ্রেণি গণিত)

নিচের প্রশ্নগুলোর উত্তর করে নিজেকে যাচাই করে নাও।

যারা বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ বিষয়বস্তুর বেসিক বিষয়গুলো আয়ত্ত্ব করতে পেরেছেন তারা এখন নিজেকে যাচাই করে দেখে নিতে পারেন কতটুকু শেখা হলো এই বিষয়টা। এখানে কিছু বহুনির্বাচনি প্রশ্ন দেয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১ এবং সময় ১ মিনিট। এবার দেখে নিন আপনি কত পেলেন।

বহুনির্বাচনি: বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ

পূর্ণমান: ১০। প্রতিটি প্রশ্নের মান ১।

সময়: ১০ মিনিট।

১। -5-y এর বর্গ কোনটি?
ক. y^2+10y+25 
খ. y^2-10y+25x  
গ.  25-10y+y^2 
ঘ. y^2-10y-25 
২। (3x-5)(5+3x) কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলে কোনটি হবে? 
ক. 3x^2-25
খ. 9x^2-5 
গ.  (3x)^2-5^2 
ঘ. 9x^2-25 
নিচের তথ্যের আলোকে ৩ থেকে ৫ নং প্রশ্নের উত্তর দাও: 
x^2-\sqrt{3}x+1=0 হলে, 
৩। x+\frac{1}{x} এর মান কত? 
ক. -\sqrt{3}x 
খ. \sqrt{3}x 
গ.  -\sqrt{3}  
ঘ. \sqrt{3} 
৪। x^2+\frac{1}{x^2} এর মান কত? 
ক. 1 
খ. 5 
গ.  7  
ঘ. 11
৫। x^3+\frac{1}{x^3} এর মান কোনটি? 
ক. 12 
খ. 6\sqrt{3} 
গ.  x\sqrt{3}+3  
ঘ. 0 
৬। x^2-x-30 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? 
ক. (x-5)(x+6) 
খ. (x+5)(x-6) 
গ.  (x-5)(x-6)  
ঘ. (x+5)(x+6) 
৭। x+y=3 এবং x-y=-1 হলে, xy এর মান কত? 
ক. -1 
খ. -2 
গ.  2  
ঘ. 4 
৮। x^2+\frac{1}{x^2}=10 হলে, x+\frac{1}{x} এর মান কত? 
ক. \sqrt{6} 
খ. 2\sqrt{2} 
গ.  2\sqrt{3}  
ঘ. \sqrt{14} 
৯। x+y=7 এবং xy=12 হলে, 2(x-y)^2 এর মান কত? 
ক. 1 
খ. 2 
গ.  25 
ঘ. 75 
১০। x^2-8x-3 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?  
ক. 19 
খ. 13 
গ.  7  
ঘ. 3

0 responses on "প্র্যকটিস টেস্ট-বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ বহুনির্বাচনি। ৮ম শ্রেণি গণিত"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
2024 | MATHBD