প্র্যাকটিস টেস্ট-বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ | ৭ম শ্রেণি গণিত

প্র্যাকটিস টেস্ট

বিষয়বস্তু: বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ (৭ম শ্রেণি গণিত)

নিচের প্রশ্নগুলোর উত্তর করে নিজেকে যাচাই করে নাও।

পূর্ণমান: ২৫ সময়: ১ ঘন্টা


সৃজনশীল-১০

প্রশ্নের মান: ১০ (২+৪+৪)

১। P=3a^2-7a+4; Q=3a-4; R=a+1 
ক.  a= -1 হলে, Q \times (R-2) এর মান নির্ণয় কর।  
খ. p \div Q নির্ণয় কর। 
গ. দেখাও যে, RP \div Q =a^2 - 1 

বহুনির্বাচনি-১৫

সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১।

১। [3-(2-1)-\{1-(2-1)\}]+6 এর মান কত? 
ক. 4
খ. 6 
গ.  8
ঘ. 10 
প্রদত্ত তথ্যের আলোকে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও: 
x^2+5, y^2-15, 2x^2+5y^2-16 তিনটি বীজগণিতীয় রাশি। 
২। ১ম রাশিকে x^2-5 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? 
ক. 3x^2+25
খ. 3x^2-25 
গ.  x^4+25
ঘ. x^4-25 
৩। প্রথম রাশি দুইটির বিয়োগফলের সাথে তৃতীয় রাশির যোগফল কত? 
ক. 3x^2+6y^2+14
খ. x^2+4y^2+14 
গ.  x^2+4y^2-14
ঘ. 3x^2+4y^2+4
৪। a=3, b=2 হলে, (8a-2b)+ (-7a+4b) এর মান কত?
ক. 3
খ. 4 
গ.  7
ঘ. 15 
৫। a^5\times (-a^3)\times a^{-5} = কত?
ক. a^{13}
খ. a^8 
গ.  a^3
ঘ. -a^3 
৬। \frac{2^{-2}}{4^{-2}}= ? 
ক. 8
খ. 2^{-2} 
গ.  2^{-1}
ঘ. 4 
৭। 3a^3b^2-2a^2b^3 কে a^2b^2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
ক. 2a+3b
খ. 2a-3b 
গ.  3a+2b
ঘ. 3a-2b 
৮। -33x^3y^2 কে -3xy দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 
ক. 11x^2y
খ. 10xy^2 
গ.  9x^4y^2
ঘ. 7xy^3 
৯। x^4-1 কে
i. x-1 দ্বারা ভাগ করলে ভাগফল (x^2+1)(x+1) 
ii. x+1 দ্বারা ভাগ করলে ভাগফল x^3-x^2+x+1 
iii. x^2-1 দ্বারা ভাগ করলে ভাগফল x^2-1 

নিচের কোনটি সঠিক? 
ক. iii
খ. iiii 
গ.  iiiii
ঘ. i, iiiii 
১০। a\neq 0 হলে, a^m \div a^m = কত? 
ক. 0
খ. 1 
গ.  2a^m
ঘ. a^{2m} 
১১। গুণের সূচক বিধি নিচের কোনটি? 
ক. a^m \times a^n = a^{m+n}
খ. a^m \times a^n = a^{m-n} 
গ.  a^m \times a^n = a^{\frac{m}{n}}
ঘ. a^m \times a^n = a^{n-m} 
১২। (-1) \times (-1) \times (-1) এর মান কত?
ক. 3
খ. 1 
গ.  -1
ঘ. -3 
নিচের তথ্যের ভিত্তিতে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও: 
x+1, x-1x^2+2 
১৩। প্রথম রাশি দুইটির গুণফল কত? 
ক. x^2-1
খ. x^2-x 
গ.  x^2+x
ঘ.x^2+1 
১৪। রাশি তিনটির গুণফল কত? 
ক.  x^4-1
খ. x^3+x^2-2 
গ.  x^4+x^2-2
ঘ. x^4+1 
১৫। (2x+3)(2x-3) = কত? 
ক. 4x^2+9
খ. 4x^2-9 
গ.  4x^2+12x-9
ঘ. 4x^2-12x-9 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *