• No products in the cart.

উন্নতি কোণ ও অবনতি কোণ সহজ করে। ৯ম-১০ম গণিত

উন্নতি কোণ ও অবনতি কোণ সহজ করে

বিষয়বস্তু: ত্রিকোণমিতি-দূরত্ব ও উচ্চতা (৯ম-১০ম গণিত)

আলোচ্য বিষয়সমূহ: উন্নতি কোণ ও অবনতি কোণ কী এই বিষয়টিকে চিত্রের মাধ্যমে সহজ করে তুলে ধরা হয়েছে।


উন্নতি কোণ ও অবনতি কোণ পরিচিতি

উন্নতি কোণ ও অবনতি কোণ

উন্নতি কোণ

ভূতলের সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে।

উপরের চিত্রে ভূমির সমান্তরাল রেখা AB এর O বিন্দুতে AB এর উপরের P বিন্দুর উন্নতি কোণ \angle POB । একইভাবে, ভূতল AB এর G বিন্দুতে AB এর উপর অবস্থিত বাড়ির ছাদের H বিন্দুর উন্নতি কোণ \angle HGB

অবনতি কোণ

ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে।

উপরের চিত্রে ভূমির সমান্তরাল রেখা AB এর O বিন্দুতে AB এর নিচের Q বিন্দুর অবনতি কোণ \angle QOB । একইভাবে, AB ভূতলে অবস্থিত বাড়ির ছাদের H বিন্দুতে অর্থাৎ ভূমির সমান্তরাল রেখা CD এর  H বিন্দুতে CD এর নীচে অবস্থিত ভূতলের G বিন্দুর অবনতি কোণ \angle GHC

13 responses on "উন্নতি কোণ ও অবনতি কোণ সহজ করে। ৯ম-১০ম গণিত"

  1. অনিরুদ্ধ ঘোষMay 18, 2019 at 3:34 pmReply

    একজন ছাত্র হিসাবে এই সংজ্ঞা টা খুবই সহজ এবং চলিত ভাষায় লেখা হওয়ায় দশম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রী দের সুবিধা প্রদান করবে.
    এই ধরনের আরোও পোস্ট পেলে উপকৃত হব

  2. valo laglo khub,

  3. যাক, অনেক কিছু করে ক্লিয়ার একটা বিষয় খুঁজে পেলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

  4. অস্পষ্ট ধারণাকে স্পষ্ট ধারনা দেওয়ার জন্য ধন্যবাদ

  5. এরকম আরো ভালো কিছু চাই যা লেখাপড়ায় সাহায্য করবে।

  6. এরকম আরো ভালো কিছু চাই যা লেখাপড়ায় সাহায্য করবে।

  7. বেশ সুন্দর ভাবে বুঝিয়েছেন।
    ভালো লাগলো। ❤️❤️

  8. ধন্যবাদ স্যার। খুব সহজে এবং অল্প কথায় দারুণভাবে বুঝিয়েছেন। এভাবে আমাদের সাথে থেকে সাহায্য করবেন। আপনার জন্য শুভকামনা। 👍

  9. thanks good answer

  10. আপনাদের concept খুব পরিষ্কার

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
2024 | MATHBD