সূত্রাবলি-আয়ত, বর্গ, ত্রিভূজ, আয়তাকার ঘনবস্তু ও ঘনক পরিমাপ এবং পরিমাপের একক। ৮ম শ্রেণি গণিত

সূত্রাবলি-আয়ত, বর্গ, ত্রিভূজ, আয়তাকার ঘনবস্তু ও ঘনক পরিমাপ এবং পরিমাপের একক

বিষয়বস্তু: পরিমাপ (৮ম শ্রেণি গণিত)


সূত্রাবলি

আয়তাকার ক্ষেত্র সম্পর্কিত

১। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ( দৈর্ঘ্য \times প্রস্থ ) বর্গএকক
২। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ ) একক

বর্গাকার ক্ষেত্র সম্পর্কিত

৩। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু ^2 বর্গএকক
৪। বর্গাকার ক্ষেত্রের পরিসীমা = ( ৪ \times বাহু ) একক

ত্রিভূজাকার ক্ষেত্র সম্পর্কিত

সমকোণী ত্রিভূজ

৫। ত্রিভূজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = \frac{1}{2} \times (ভূমি \times উচ্চতা) বর্গএকক
৬। ত্রিভূজাকার ক্ষেত্রের পরিসীমা = তিন বাহুর যোগফল।

আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত

৭। আয়তাকার ঘনবস্তুর আয়তন = abc ঘনএকক। a, b, c হলো এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা।

৮। আয়তাকার ঘনবস্তুর সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2(ab+bc+ca) বর্গএকক। a, b, c হলো এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা।

ঘনক সম্পর্কিত

৯। ঘনকের আয়তন = a^3 ঘনএকক। a হলো ঘনকের ধার।

১০। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 6a^2 বর্গএকক। a হলো ঘনকের ধার।

পরিমাপের কিছু অতি প্রয়োজনীয় একক

১) ১ ঘনসেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন = ১ গ্রাম। [৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়] ২) ১ লিটার বিশুদ্ধ পানির ওজন = ১ কিলোগ্রাম।
৩) ঘনবস্তুর ঘনফলকে আয়তন বলে।

৪) ১ ফার্লং = ২২০ গজ
৫) ১ মাইল = ১৭৬০ গজ = ৮ ফার্লং = ১.৬১ কি.মি (প্রায়)
৬) ১ নটিকেল মাইল = ৬০৮০ ফুট
৭) ১ ইঞ্চি = ২.৫৪ সে.মি (প্রায়)

৮) ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
৯) ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম

১০) ১ মিটার = ১০০ সে.মি
১১) ১ বর্গমিটার = ১০০ \times ১০০ বর্গসে.মি  = ১০০০০ বর্গসে.মি
১২) ১ ঘনমিটার = ১০০ \times ১০০ \times ১০০ ঘনসে.মি  = ১০০০০০০ ঘনসে.মি

১৩) ১ এয়র (বর্গডেকামিটার) = ১০০ বর্গমিটার
১৪) ১ একর = ৪৮৪০ বর্গগজ = ১০০ শতক = ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)
১৫) ১ হেক্টর (বর্গহেক্টোমিটার) = ১০০ এয়র = ২.৪৭ একর (প্রায়)

১৬) ১ ছটাক = ২০ গন্ডা
১৭) ১ কাঠা = ১৬ ছটাক = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১৮) ১ বিঘা = ২০ কাঠা = ১৬০০ বর্গগজ
১৯) ১ বর্গগজ = ০.৮৪ বর্গমিটার (প্রায়) = ৪ গন্ডা  = ৯ বর্গফুট

২০) ১ বর্গমাইল = ৬৪০ একর
২১) ১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়)

২২) ১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট (প্রায়)
২৩) ১ ঘনমিটার = ১ স্টেয়র
২৪) ১ লিটার = ১০০০ ঘনসে.মি

8 thoughts on “সূত্রাবলি-আয়ত, বর্গ, ত্রিভূজ, আয়তাকার ঘনবস্তু ও ঘনক পরিমাপ এবং পরিমাপের একক। ৮ম শ্রেণি গণিত”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top