• No products in the cart.

সাজেশন-মুনাফা। ৮ম শ্রেণি গাণিত

সাজেশন

মুনাফা

বিষয়বস্তু: মুনাফা (৮ম শ্রেণি গণিত)

অনুশীলনের জন্য নির্বাচিত প্রশ্নাবলি


১। প্রতীকের পরিচয়সহ সরল মুনাফার সূত্রটি লেখ। মূলধন ৫৫০০ টাকা ও মুনাফার হার ৫% হলে ৪ বছরের সরল মুনাফা কত?

২। কোন আসল ৪ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা এবং মুনাফা আসলের \frac{3}{8} হলে আসল ও মুনাফার হার নির্ণয় কর।

৩। প্রতীকের পরিচয়সহ চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লেখ। মূলধন ৫৫০০ টাকা ও মুনাফার হার ৫% হলে ৩ বছর পর চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?

৪। ১২০০০ টাকা মূলধন নিয়ে ৪% মুনাফার হারে ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা কত হবে?

৫। লাভ ও ক্ষতির সূত্র লেখ। ৫০০০ টাকার দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত হবে? দ্রব্যটি ১০% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত হবে?

৬। একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে, মূলধন কত?

৭। ৫০০০ টাকা ৫ বছরে মুনাফা আসলে ৬০০০ টাকা হলে মুনাফার হার কত?

৮। ১০% হার সরল মুনাফায় ৩ বছরের মুনাফা-আসল ৯০০০ টাকা হলে আসল কত?

৯। ১০% মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

১০। কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় কর।

১১। মুনাফার হার ১০% থেকে বেড়ে ১২% হওয়ায় ৫০০০ টাকার ৫ বছরের মুনাফা কত বৃদ্ধি পাবে?

১২। কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?

June 21, 2023

3 responses on "সাজেশন-মুনাফা। ৮ম শ্রেণি গাণিত"

  1. উত্তর পত্র কোথায় পাওয়া যাবে..?

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
2024 | MATHBD