ত্রিকোণমিতিতে দূরত্ব পরিমাপে সঠিক চিত্র অঙ্কনের কৌশল। ৯ম-১০ম গণিত

ত্রিকোণমিতিতে দূরত্ব পরিমাপে সঠিক চিত্র অঙ্কনের কৌশল

বিষয়বস্তু: ত্রিকোণমিতি-দূরত্ব ও উচ্চতা (৯ম-১০ম গণিত)


ত্রিকোণমিতিতে দূরত্ব ও উচ্চতা বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চিত্র অঙ্কন করতে হয়। এক্ষেত্রে সঠিক চিত্র অঙ্কন আবশ্যক। সঠিক চিত্র আঁকার জন্য নিম্নের কৌশল অবলম্বন করা প্রয়োজন।

30^0 কোণ অঙ্কনের সময় ভূমি > লম্ব হবে।
45^0 কোণ অঙ্কনের সময় ভূমি = লম্ব হবে।
60^0 কোণ অঙ্কনের সময় ভূমি < লম্ব হবে।

4 comments

  1. আবুল বাশার

    আসসালামু আলাইকুম।
    দশম শ্রেনির দূরত্ব ও উচ্চতার অংকে কখন কোন সূত্র প্রয়োগ করব এটাতে বারবার হোচট খাই।
    এই ব্যপারে একটা সমাধান দিলে চিরকৃতজ্ঞ হতাম।
    ধন্যবাদ।

    • Samsuddin Shaheen

      ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে শীঘ্রই দিবো। ধব্যবাদ মন্তব্যের জন। mathbd youtube channel এর দিকে লক্ষ্য রাখার পরামর্শ থাকলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *