প্যাটার্ন এর ধারণা। ৮ম শ্রেণি গণিত

প্যাটার্ন এর ধারণা

বিষয়বস্তু: প্যাটার্ন (৮ম শ্রেণি গণিত)

আলোচ্য বিষয়সমূহ: প্যাটার্ন কী ও প্যাটার্নের বিভিন্ন ধরণ


প্যাটার্ন (Pattern)

নির্দিষ্ট পন্থায় কোনো কিছু (সংখ্যা, নকশা বা যেকোনো গাণিতিক বিষয়) সাজানোকে গণিতে প্যাটার্ন বলা হয়।

প্যাটার্নের বিভিন্ন ধরণ

প্যাটার্নের বিষয়বস্তুকে অনেকভাবে সাজানো যেতে পারে। যেমন:

আকৃতি (জ্যামিতিক চিত্র) বিন্যাস (Shapes)

রং এবং ঘুর্ণন বিন্যাস (Color and Rotation)

সংখ্যার গাণিতিক (যোগোত্তর) বিন্যাস (Numbers by Addition)

সংখ্যার জ্যামিতিক (গুণোত্তর) বিন্যাস (Numbers by Multiplication)

এমনিভাবে নানা ধরনের প্যাটার্ন রয়েছে। সকল প্যাটার্নে-ই একটি rule মেনে বিষয়গুলোকে সাজানো হয়।

5 comments

  1. mokshadul momin

    প্যাটার্ন আবিষ্কার করেন করে?
    কখন, কোথায় এ-র ব্যবহার শুরু হয়ে?

    • Ebenezer Butterick একজন আমেরিকান টেইলার/মেনুফেকচারার স্ত্রী Ellen Augusta Pollard Butterick এর সাথে একত্রে ১৮৬৩ সালে বানিজ্যিকভাবে কাপড়ে ব্যবহারের জন্য পেপার প্যাটার্ন আবিস্কার করেন।

  2. nice

  3. Very useful for student .

  4. তরিকুল

    আমি শিক্ষা করতে চাইছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *